গম্ভীরায় গাইলেন নদীর বেদনা, আলোচনায় উঠল বারনই রক্ষার দাবি



নতুন প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় সোমবার দিনভর বারনই নদ রক্ষায় অনুষ্ঠিত হলো গম্ভীরা, মানববন্ধন ও আলোচনা সভা। গম্ভীরার তালে মোস্তফা সরকার ও কার্তিক চন্দ্র হালদার গেয়ে বললেন, ‘হে নানা, দূষণ হইল, নদী মইল...।’ 

বক্তারা বলেন, একসময় নাব্য বারনই নদ এখন বর্জ্যে ‘বিষাক্ত’। রাজশাহী ও নাটোরের বিভিন্ন পৌরসভা ও শিল্প এলাকার বর্জ্য এতে ফেলা হয়। নদটি দখল, দূষণ ও পানিশূন্যতায় বিলীন হতে বসেছে।

এএলআরডি, রুলফাও ও বেলা আয়োজিত এ কর্মসূচিতে ১২টি সংগঠন অংশ নেয়। বিকেলে নওহাটা মহিলা কলেজে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন আফজাল হোসেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশ কর্মকর্তা হান্টারের বর্ণনায় সবচেয়ে নাব্য ছিল এই নদ, এখন তা মৃতপ্রায়। সাবেক মেয়র মকবুল হোসেন বলেন, ‘এ নদীতে একসময় ইলিশ, শুশুক ছিল, এখন কিছুই বাঁচে না।’ 

বক্তারা নদ রক্ষায় দূষণ বন্ধ, বর্জ্য শোধনাগার, পুনঃখনন ও দখলমুক্ত উদ্যোগের দাবি জানান।

Post a Comment

0 Comments