মানিকগঞ্জে এক দিনে পাঁচজনের লাশ উদ্ধার



নতুন প্রতিবেদক

মানিকগঞ্জে এক দিনে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, ঘিওর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় এসব মরদেহ পাওয়া যায়। 

নিহতরা হলেন কুমিল্লার আবু হানিফ (২৮), ঘিওরের সোনা মিয়া (৪০), সিঙ্গাইরের রোজিনা আক্তার (৩২) ও জামালপুরের রাসেল মাহমুদ (৩৫); এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি।

সদর উপজেলার পশ্চিম দাশড়ায় ভাড়া বাসা থেকে আবু হানিফের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। দীঘি এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ মেলে। ঘিওরে বোনের বাড়িতে সোনা মিয়া ফাঁস দেন। সিঙ্গাইরে রোজিনা বিষপানে মারা যান। সাটুরিয়ায় কর্মস্থলে প্লাস্টিকের ড্রাম পড়ে রাসেল নিহত হন।

এসব ঘটনাতেই পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments