নতুন প্রতিবেদক
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। রবিবার সকাল ৮টা থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে শুরু হওয়া কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর দেড়টার দিকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ শিক্ষক-কর্মচারীদের রাস্তা ছাড়ার আলটিমেটাম দেয়। তবে তারা না সরায় পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।
শিক্ষকেরা বলেন, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি ঘোষণা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


0 Comments