এআই-এর জাদুতে মাতল নেট দুনিয়া, ট্রেন্ডে ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’



নতুন প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন ঢেউ 'ন্যানো ব্যানানা এআই শাড়ি’। ফেসবুক ও ইনস্টাগ্রামে লাল বা সাদা শাড়ি পরা, কপালে টিপ ও মাথায় ফুল দেওয়া নারীদের ছবি ভরছে নিউজফিড। 

এ ছবি আসলে বাস্তব নয়, তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে। গুগলের ‘জেমিনি ন্যানো ব্যানানা ইমেজ জেনারেটর’ ব্যবহার করে তৈরি হচ্ছে এই ট্রেন্ডের ছবি।

এছাড়াও চলছে ‘ন্যানো ব্যানানা থ্রি-ডি ফিগারিন’ ট্রেন্ড, যেখানে ব্যবহারকারীরা নিজেদের থ্রি-ডি মূর্তি বা আর্ট–স্টাইল চিত্র বানাচ্ছেন।

ভারত থেকে শুরু হলেও বাংলাদেশেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্রেন্ড, ঠিক যেমন কিছুদিন আগে ‘ঘিবলি আর্ট’ ট্রেন্ড ছড়িয়েছিল। ব্যবহারকারীরা শুধু একটি ছবি আপলোড করে ‘প্রম্প্ট’–এর মাধ্যমে শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড ও আলো নির্ধারণ করছেন। 

এরপর এআই তৈরি করছে একদম নতুন, শিল্পধর্মী রূপ—যা এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

Post a Comment

0 Comments