শাহরুখের রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি

  



নতুন বিনোদন ডেস্ক:

বলিউড তারকা শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে ভারতের আদালত। বিষয়টি ঘিরে আবারও আলোচনায় এসেছে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া শাহরুখপুত্র আরিয়ান খান। ২০২১ সালে ক্রুজ পার্টি থেকে তাকে আটক করেছিলেন এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সেই ঘটনার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পান আরিয়ান। সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা নিয়েই নতুন বিতর্কের সূত্রপাত। সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন, সিরিজটিতে তাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে আদালত এই সমন জারি করেছে।

Post a Comment

0 Comments