নতুন বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তানজিম তৈয়বকে বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন। বছরের শেষে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হানিমুনে মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা থাকলেও যাত্রার আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন ফারিয়া। সেখানে তোলা একটি ছবিতে হাফপ্যান্ট পরা অবস্থায় নিজস্ব ভঙ্গিতে পোজ দেন তিনি। ছবিটি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়— কেউ তার স্টাইলের প্রশংসা করেছেন, আবার কেউ কটাক্ষ করতে ছাড়েননি। ছবিটিতে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি রিয়েক্ট এবং পাঁচ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে। সমালোচনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী; বর্তমানে তিনি শ্রীলঙ্কাতেই ছুটি উপভোগ করছেন।


0 Comments