হংকংয়ের মাঠে তিন পয়েন্ট লক্ষ্য বাংলাদেশের

 


নতুন প্রতিবেদক

ঘরের মাঠে শেষ মুহূর্তে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে হতাশ হয়েছিল বাংলাদেশ। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া জামাল ভূঁইয়ার দল। আগামীকাল সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল বলেন, ‘হংকংয়ের দর্শকদের সমর্থন থাকবে, কিন্তু মাঠে এসব ভাবার সময় নেই, আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।’

এদিকে ঘরের মাঠে হারের পর ডিফেন্ডার ও গোলরক্ষক মিতুলের সমালোচনা হলেও কোচ হাভিয়ের কাবরেরা তার পক্ষে কথা বলেছেন।

তিনি বলেন, ‘মিতুলের বড় শক্তি তার বিল্ডআপে ভূমিকা রাখা। আমার কাছে সে সেরা।’

হামজা চৌধুরীও বলেছেন, দলের একমাত্র লক্ষ্য জয় নিয়েই মাঠে নামা।

Post a Comment

0 Comments