অন্য কেউ কি চুপিচুপি আপনার হোয়াটসঅ্যাপ চালাচ্ছে?

 


নতুন প্রতিবেদক

আজকাল যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। কিন্তু অজান্তে কেউ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ে, তবে ব্যক্তিগত বার্তা, ছবি ও তথ্য ঝুঁকিতে পড়তে পারে। ভুলবশত বা হ্যাকিংয়ের মাধ্যমে অন্য কেউ লগ ইন করলেও তা সহজেই শনাক্ত করা সম্ভব।
 

চলুন জেনে নিই ৫টি উপায়ে—
 

১. “Linked devices” অপশনে গিয়ে দেখুন, অজানা কোনো ডিভাইস যুক্ত আছে কি না।
 

২. চ্যাটে অচেনা বার্তা বা পাঠানো মিডিয়া ফাইল দেখলে সতর্ক হোন।
 

৩. হঠাৎ লগ আউট বা কোড ভেরিফিকেশন এলে বুঝবেন কেউ প্রবেশের চেষ্টা করছে।
 

৪. “Last seen” বা “Online” স্ট্যাটাসে অস্বাভাবিক কিছু লক্ষ্য করুন।
 

৫. সন্দেহজনক বার্তা বা গ্রুপে যুক্ত হলে নিরাপত্তা যাচাই করুন।


কিছু দরকারি পরামর্শ:

অজানা ডিভাইসে লগ ইন থাকলে সঙ্গে সঙ্গে লগ আউট করুন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ রিসেট করে নতুন পিন ব্যবহার করুন। নিজের তথ্য সুরক্ষার দায়িত্ব আপনারই—অল্প সচেতন থাকলেই হোয়াটসঅ্যাপে থাকতে পারবেন সম্পূর্ণ নিরাপদ।

Post a Comment

0 Comments