অস্ত্রোপচারের আগে রোগীদের খেতে নিষেধ করা হয় কেন?



নতুন প্রতিবেদক

আপনি কি কখনো ভেবেছেন, কেন অস্ত্রোপচারের (সার্জারি) আগে রোগীদের কঠোরভাবে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়? এমনকি একমুঠো বাদাম বা এক টুকরা কলাও নয়।


কেন উপবাস থাকতে হয়

অস্ত্রোপচারের আগে রোগীদের খেতে নিষেধ করা হয়—এটি কেবল নিয়ম নয়, বরং রোগীর নিরাপত্তার জন্য জরুরি এক বৈজ্ঞানিক প্রক্রিয়া। সাধারণত সার্জারির ৮ থেকে ১২ ঘণ্টা আগে শক্ত খাবার খাওয়া নিষিদ্ধ থাকে, কিছু ক্ষেত্রে পরিষ্কার তরলও বন্ধ রাখতে হয়।


বিশেষজ্ঞদের মতামত

পুষ্টিবিদ কানিকা মালহোত্রা বলেন, উপবাস থাকা ‘এনপিও’ বা নাথিং বাই মাউথ প্রোটোকলের অংশ, যা দ্রুত সেরে ওঠায় সহায়তা করে।
জুপিটার হাসপাতালের ডা. অমিত সরাফ জানান, অ্যানেস্থেশিয়া দিলে শরীরের গেলা ও কাশি দেওয়ার রিফ্লেক্স বন্ধ থাকে। তখন পেটে খাবার থাকলে তা ফুসফুসে গিয়ে শ্বাসরোধ বা অ্যাসপিরেশন নিউমোনিয়া ঘটাতে পারে।


নিয়ম মানার উপকারিতা

সব ধরনের সার্জারিতেই এ নিয়ম মানা হয়, শুধু উপবাসের সময় ভিন্ন হয়। এতে শ্বাসনালি সুরক্ষিত থাকে ও সার্জারি হয় নিরাপদ।

Post a Comment

0 Comments