নতুন প্রতিবেদক
পোষা প্রাণীর উপস্থিতি শুধু সঙ্গ ও আনন্দই দেয় না, এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করতে পারে। গবেষকরা দাবি করছেন, পোষ্যদের সঙ্গে বসবাস করলে অ্যালার্জি, একজিমা, চুলকানি এবং এমনকি টাইপ ওয়ান ডায়বেটিসের মতো অটোইমিউনো রোগের ঝুঁকি কমে।
আমিশ সম্প্রদায়ের উদাহরণ
অষ্টাদশ শতকে ইউরোপ থেকে আমেরিকায় চলে আসা আমিশরা সাদামাটা জীবনযাপন করেন।
তারা গবাদি পশু লালন-পালন ও ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করেন।
আধুনিক সময়ে হাঁপানি ও অ্যালার্জির বৃদ্ধি তাদের প্রভাবিত করতে পারেনি।
কেন সম্ভব
পোষা প্রাণীর লোম বা পাঞ্জার মাইক্রোব আমাদের ত্বকে আসে।
মাইক্রোবায়োমের সঙ্গে মানিয়ে নেওয়ায় রোগ প্রতিরোধক কোষের কার্যকারিতা বাড়ে।
চিকিৎসা ও শিল্পের দৃষ্টি
উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিয়া সাফদার বলেন, পোষা প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক পেট ফুড ইন্ডাস্ট্রিরও আগ্রহ জাগাতে পারে।


0 Comments