এনসিএলের টি২০ ফাইনালে রংপুর-খুলনার শিরোপা লড়াই আজ



নতুন ক্রিড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি২০ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগ। সিলেটে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারও চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর।

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও শিরোপা ধরে রাখতে চায়। অধিনায়ক আকবর আলি বলেন, “ফাইনাল হলেও আমরা স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। চেষ্টা থাকবে পরিকল্পনা মেনে খেলার।” দলের গুরুত্বপূর্ণ সদস্য নাসির হোসেন ব্যাট-বল দুই বিভাগেই ফর্মে রয়েছেন।

অন্যদিকে খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনের লক্ষ্য বহুদিনের ট্রফি খরা ভাঙা। তিনি বলেন, “আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, খুলনাকে এবার ট্রফি উপহার দিতে চাই।”

Post a Comment

0 Comments