নতুন ক্রিড়া প্রতিবেদক
ক্যারিয়ারের শুরু থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। এবার নরওয়ের এই স্ট্রাইকার গড়লেন নতুন বিশ্বরেকর্ড—সবচেয়ে কম ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে ইসরাইলকে ৫–০ গোলে হারায়, সেই ম্যাচে হালান্ডের হ্যাটট্রিকেই আসে এই রেকর্ড। মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোল করে আগের রেকর্ডধারী হ্যারি কেইনকে (৭১ ম্যাচ) পেছনে ফেলেছেন তিনি। বর্তমানে তার গোলসংখ্যা ৫১।
১৯৯৮ সালের পর বিশ্বকাপে না খেলা নরওয়ে এবার হালান্ডের গোলবন্যায় আবারও মূল পর্বে ফেরার আশায় বুক বাঁধছে।
তুলনামূলকভাবে অন্যদের অর্জন—নেইমার ৭৪, এমবাপ্পে ৯০, লেভান্ডভস্কি ৯০, মেসি ১০৭ ও রোনালদো ১১৪ ম্যাচে ৫০ গোল করেছেন।


0 Comments