গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, দুই–চারটি আসনের জন্য তাঁদের দল কারও সঙ্গে জোট করবে না। দেশের প্রয়োজনে জোট হলে তা হবে ন্যায্য ও সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক জনসভায় তিনি জানান, আওয়ামী লীগ অতীতে তাঁদের আসন ও টাকা দিতে চাইলেও তাঁরা ‘ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি’।
নুরুল হক বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি এবং তাঁদের দল ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেবে। তিনি রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার আহ্বান জানান এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে নজরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়।
0 Comments