| ফাইল ছবি |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নামমাত্র গণতন্ত্র থাকলেও শেখ হাসিনা একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিলেন, যার পতন ঘটিয়েছে জনগণ। শনিবার কক্সবাজারের চকরিয়ায় এক নারী সমাবেশে তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের হাতে গুম হয়ে ১০ বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাঁকে।
তিনি বলেন, জাতীয় রাজনীতি এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, নেতারা সম্পদ নিয়ে পালিয়ে যাওয়ার পরও দলটিকে সমর্থন করার যুক্তি কী। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির আসন্ন ইশতেহার হবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সনদ।
0 Comments