বিনোদন ডেস্ক:
বলিউড তারকা বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভ ফেল’ দিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান। এই সাফল্য বদলে দিয়েছে তাঁর জীবন ও কর্মজীবন; জাতীয় পুরস্কারও অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও সমান সফল বিক্রান্ত গত বছর স্ত্রী শীতল ঠাকুরের কোলজুড়ে পেয়েছেন সন্তান বরদানকে। বাবা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেন তিনি। এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, সন্তান জন্মের সময় শীতলকে টানা ৩০ ঘণ্টা প্রসববেদনা সহ্য করতে দেখে মাতৃত্ব সম্পর্কে তাঁর ভাবনা পুরো বদলে গেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় শীতলের মানসিক পরিবর্তনও তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি মনে করেন, মায়েদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তার সঙ্গে পুরুষদের কোনো তুলনা নেই। বিয়ে প্রসঙ্গেও মত প্রকাশ করে বিক্রান্ত বলেন, সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বোঝাপড়া ও ধারাবাহিক চেষ্টায়। অল্প বয়সে সম্পর্কে জড়াতে ভয় পেলেও শীতলের পরিচয়ের পর সেই ভয় কাটে। দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
0 Comments