
নতুন ডেস্ক প্রতিবেদন
আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, উভয় দেশ একটি টেকসই সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবে। এর আগে কাতার ও ইরানের মধ্যস্থতায় স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি হলেও তা ভেঙে পড়ে।
পাকিস্তানি সূত্র জানায়, তারা তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাটালিয়ন ও ব্রিগেড ধ্বংস করেছে, নিহত হয়েছে বহু জঙ্গি।
অন্যদিকে, তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান কান্দাহারে হামলা চালিয়ে ১২–১৫ জন আফগান নাগরিককে হত্যা করেছে। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তান আগ্রাসন শুরু করলে তার উপযুক্ত জবাব দেওয়া হয়।

0 Comments