নতুন প্রতিবেদক
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি না, তা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, সনদ বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্ট না হলে স্বাক্ষর করে কাঙ্ক্ষিত ফল মিলবে না।
এনসিপির দাবি, সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা, আদেশের কাঠামো, গণভোটের প্রশ্ন ও সংবিধান সংস্কারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। তারা চায়, এ আদেশ প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করুন এবং এটি যেন “সংবিধান সংস্কার আদেশ” নামে হয়।
শুক্রবার সনদে স্বাক্ষরের নির্ধারিত দিন সামনে রেখে আখতার বলেন, “সময় অল্প হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে দাবি পূরণ সম্ভব।”


0 Comments