ফ্রিজের দুর্গন্ধ কীভাবে দূর করবেন?





নতুন বিনোদন ডেস্ক:

নিয়মিত পরিষ্কার করা

প্রথমেই ফ্রিজের ভেতর থেকে পুরনো বা নষ্ট খাবার ফেলে দিন। উষ্ণ পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে নিন। এটি দুর্গন্ধ শোষণ করে এবং ব্যাকটেরিয়া কমায়।


প্রাকৃতিক গন্ধশোষক ব্যবহার

ফ্রিজের মধ্যে ছোট বাটিতে বেকিং সোডা, কফির গুঁড়া বা কাঠকয়লা রাখুন। লেবুর টুকরো বা ভ্যানিলা এসেন্সের কয়েক ফোঁটা দিলে ভেতরে মৃদু সুবাসও থাকবে।


খাবার ঢেকে রাখা

মাছ, মাংস বা তরল খাবার হাওয়া বন্ধ কনটেইনারে সংরক্ষণ করুন। রান্না করা ও কাঁচা খাবার আলাদা রাখলে গন্ধ ছড়ানো কমে।


ভেতর শুকিয়ে রাখা

মাসে একবার ফ্রিজের প্লাগ খুলে ভেতর সম্পূর্ণ শুকিয়ে নিলে ভেজা গন্ধ দূর হয় এবং সতেজতা দীর্ঘস্থায়ী হয়।

Post a Comment

0 Comments