এইচএসসিতে ২০২টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি

 


নতুন প্রতিবেদক

সারা দেশব্যাপী ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (১৬ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। বোর্ড সূত্র জানায়, মোট ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এবারে ২০২টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি—গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি। অপরদিকে ৩৪৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এইচএসসিতে মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা গড়ে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ছাত্রদের ক্ষেত্রে পাসের হার ৫৪.৬০ এবং ছাত্রীদের ক্ষেত্রে ৬২.৯৭ শতাংশ। ফল পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন। পরবর্তীতে ১৭–২৩ অক্টোবর পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments