নতুন প্রতিবেদক
জয়পুরহাটের কালাই উপজেলায় জামাতা রাসেল আহাম্মেদ শ্বশুর শাহিদুল
ইসলামের কাছ থেকে ১৫ লাখ টাকা দাবি করেন। গত ২৭ সেপ্টেম্বর শাহিদুল থানায় সাধারণ
ডায়েরি করেন। এরপর ৫ লাখ টাকায় সমঝোতা হয়। ১৫ অক্টোবর নির্ধারিত জায়গায় টাকা রেখে
রাসেলকে হাতেনাতে আটক করা হয়।
অবাক করা
বিষয় ছিল, রাসেল শ্বশুরবাড়ির জামাতা। পরে রাসেল হাসপাতালে ভর্তি হন এবং
শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন।
তবে, শাহিদুল ইসলাম
দাবি করেন, তারা আপস করেছেন। কালাই থানার ওসি জানান,
আদালতের আদেশে মামলার কার্যক্রম শুরু হবে।


0 Comments