নতুন প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা জাতির
প্রতি চরম অসৌজন্যতা ও ইতিহাস বিকৃতির সামিল। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন,
“জুলাই আন্দোলন ছিল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার
সংগ্রাম। সেই আন্দোলনে যারা জীবন বাজি রেখে রাজপথে লড়েছিলেন, তাদের প্রতি
অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী
আন্দোলনে অংশ নেওয়া সকল ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সাধারণ জনগণ গণতন্ত্র
পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইতিহাসের এই বাস্তবতাকে বিকৃত করে
কারও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা অনৈতিক ও নিন্দনীয়।”
জামায়াত
আমির সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে
বলেন, “ইতিহাস বিকৃতি বন্ধ করে দেশের ঐক্য, সৌহার্দ্য ও গণতন্ত্র রক্ষায় সবাইকে
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”


0 Comments