ভাঙনে নিঃস্ব মনছেনা বেগম: আশ্রয়ের খোঁজে পথে পথে


নতুন প্রতিবেদক

উজানের ঢল ও টানা বৃষ্টিতে দুধকুমার নদে ভয়াবহ ভাঙনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। নদীর পেটে বিলীন হয়েছে মনছেনা বেগমের বসতভিটা, গাছপালা ও ফসল।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “জায়গা জমি সব নদী খাইছে। আমার আর কোন আশ্রয় নেই।”

গত ১০ বছরে তিনবার ঘর হারানো মনছেনা এবার বাবার বাড়ি নারায়নপুর চরে আশ্রয় নিয়েছেন। একই গ্রামের এরশাদুল হক ও হাফিজুর রহমানও ভাঙনের কবলে পড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

গত তিন দিনের ভাঙনে অন্তত ৫০টি ঘর নদীগর্ভে বিলীন, ঝুঁকিতে আরও ২০০ পরিবার।

চেয়ারম্যান আবদুল গফুর জানান, “পাশের জিও ব্যাগ থাকলেও পাইবোর অনুমতি না থাকায় ব্যবহার করা যায়নি।”

জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments