৮ বছর ধরে দুর্ভোগে চার গ্রামের সাড়ে ছয় হাজার মানুষ

নতুন প্রতিবেদক 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারের ছড়া সেতু ২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর আট বছর পার হলেও নতুন সেতু নির্মাণ হয়নি।

এতে কামারের ঘাট, মেকলী, ছাটকালুয়া ও গড়েরবাজার গ্রামের সাড়ে ছয় হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে আছেন। বাঁশের সাকো ও ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী পারাপার করেন।

স্থানীয়রা বলছেন, প্রতি বছর নিজেরা টাকা তুলে নতুন সাকো বানালেও তা ঝুঁকিপূর্ণ। রাতের বেলা দুর্ঘটনা বা রোগী হাসপাতালে নিতে হলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়।

ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান জানান, কাঠের সেতু প্রতিবছর নষ্ট হয়ে যায়। একটি স্থায়ী সেতু হলে চার গ্রামের উপকার হবে। 

উপজেলা প্রকৌশলী বলেন, বিলো ১০০ মিটার প্রকল্পের আওতায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে

Post a Comment

0 Comments