নতুন প্রতিবেদক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদীতে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গণ্ডার। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর স্রোতে ভেসে এসে এটি তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর চরে আটকে পড়ে।স্থানীয়রা মৃত গন্ডারটি দেখতে পেয়ে প্রথমে চেয়ারম্যানকে জানায়। পরে ইউপি চেয়ারম্যান, বন বিভাগ ও যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান জানান, গন্ডারটি খুব বড় হওয়ায় স্থান্তর সম্ভব নয়। সেখানেই মাটিচাপা দেওয়া হচ্ছে।
যাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, দুই মাস পর পচন শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে গবেষণা ও প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হবে।
ধারণা করা হচ্ছে, প্রাণীটি ভারতের কোনো বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে বন্যায় ভেসে এসেছিল। কিন্তু প্রবল স্রোতে কোথাও উঠতে না পেরে মারা গেছে।


0 Comments