![]() |
| ফাইল ছবি |
নতুন প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না; বরং নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া হবে, যাতে বাজার প্রতিযোগিতামূলক হয়।
বুধবার মন্ত্রণালয়ে অ্যাটকো প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, অতীতে রাজনৈতিক বিবেচনায় টিভির অনুমোদন দেওয়া হয়েছিল, সেখানে পক্ষপাত ছিল। নতুন প্রজন্ম ও ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য নতুন মিডিয়ার সুযোগ তৈরি হবে। তিনি বেসরকারি টিভিগুলোর আচরণবিধি জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।
এছাড়া কেবল টিভি ডিজিটালাইজেশন ও টিআরপি নির্ধারণে নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান তথ্য উপদেষ্টা।


0 Comments