মিরপুরের পোশাক কারখানায় আগুনে ৯ লাশ পুড়ে অঙ্গার, ডিএনএ পরীক্ষায় শনাক্ত



নতুন প্রতিবেদক

রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে পোশাক কারখানায় ভয়াবহ আগুনে নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, লাশগুলো এতটাই পুড়ে গেছে যে চোখে শনাক্ত করা সম্ভব নয়; পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে।

আজ বেলা সাড়ে ১১টায় ‘আনোয়ার ফ্যাশন’ কারখানার নিচতলায় ওয়াশ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালীন অনেক কর্মী বের হয়ে আসলেও অনেকে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গুদাম অনুমোদনবিহীন বলে তদন্ত চলছে। লাশের মধ্যে কতজন নারী বা পুরুষ তা এখনও নিশ্চিত নয়।

Post a Comment

0 Comments