জনরোষের মুখে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

 


নতুন প্রতিবেদক

আন্দ্রি রাজোয়েলিনা, মাদাগাস্কারের প্রেসিডেন্ট, দেশ ছেড়ে গেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে চুক্তির পর তাকে ফরাসি সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজধানী আন্তানানারিভোতে দু’সপ্তাহ ধরে দুর্নীতি, দারিদ্র্য ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। 

সেনাবাহিনীর ‘ক্যাপসাট’ ইউনিট বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালে রাজোয়েলিনা বিচ্ছিন্ন হয়ে পড়েন। সিনেট সভাপতিকে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিক্ষোভের সূত্রপাত হয়েছিল পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে। দ্রুত তা বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়। অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

রাজোয়েলিনার এই পরিস্থিতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২২ সালের জেন-জি বিক্ষোভে হেলিকপ্টারে দেশ ত্যাগের সঙ্গে তুলনা করা হচ্ছে।

Post a Comment

0 Comments