![]() |
নতুন প্রতিবেদক
বিএনপি অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সোমবার গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। ভার্চ্যুয়ালি সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নেতারা বলেন, সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে একটি বিশেষ দলের ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং ভোট কর্মকর্তাদের তালিকা তৈরিতেও প্রভাব পড়ছে।
সভায় সিদ্ধান্ত হয়, এসব বিষয়ে অবহিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।
১৭ অক্টোবর জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অংশ নেবেন।


0 Comments