নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসি ডিপোতে আগুন

bus


নতুন প্রতিবেদক

নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে গভীর রাতে পার্ক করা দুটি দ্বিতল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ‘মালতী’ ও ‘গুলবাহার’ নামে দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

এসব বাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের কারণ এখনো শনাক্ত হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ইউএনও হোমায়রা ইসলাম জানিয়েছেন, কেউ দেয়াল টপকে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে থাকতে পারে। পুলিশকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments