কুড়িগ্রামে ঘাসফড়িং পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কুড়িগ্রামে ঘাসফড়িং পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন প্রতিবেদক:

কুড়িগ্রামে শিশু–কিশোরদের জন্য নতুন পাঠাগার ‘ঘাসফড়িং’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ধরলা নদীর পূর্ব তীরে মাধবগ্রাম মৌজার সনাতন পাড়ায় ফিতা কেটে পাঠাগার উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সুশান্ত বর্মন।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগার সংগঠক জয়নাল আবেদিন, পলাশ কুমার রায়, শ্যামল ভৌমিক, জ্যোতির্ময় বর্মন, ডা. অমূল্য চন্দ্র, কবি সাম্য রাইয়ান, সাহিত্যিক মোখলেছুর রহমান ও রাজ্য জ্যোতি প্রমুখ। 

সুশান্ত বর্মন বলেন, ধরলা ব্রিজকেন্দ্রিক এলাকায় শিশুদের পাঠাভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ। 

আয়োজক সূত্রে জানা যায়, ঘাসফড়িং পাঠাগারটি জেলার প্রথম শিশুতোষ পাঠাগার। এই মাসের মধ্যে পাঠাগারটি শিশু-কিশোরদের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে।

Post a Comment

1 Comments

  1. বন্ধু, তুমি এখনও বুঝলা না, হাড্ডি হয় না গোশত, হিন্দু হয় না দোশত। এরা অভিশপ্ত। এদের খবর প্রকাশ করার কি আছে?

    ReplyDelete