নতুন প্রতিবেদক
জাতীয় চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ৬১টি প্রাণী স্বাভাবিক আয়ুষ্কাল পার করেও বেঁচে আছে। এসব প্রাণীর অনেকেই বয়সজনিত দুর্বলতায় ভুগছে, তবুও দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে।
চিড়িয়াখানায় ১৪টি প্রাণী বর্তমানে সঙ্গীহীন, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অর্থসংকট, পরিকল্পনার ঘাটতি ও প্রশাসনিক জটিলতায় চিড়িয়াখানার প্রাণীসংখ্যা কমে গেছে। তবে আধুনিকায়ন ও প্রাণীর ঘাটতি পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধাপে ধাপে ২০০টি নতুন প্রাণী কেনার পরিকল্পনা নিয়েছে। চলতি অর্থবছরে ৭৬টি প্রাণী কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।
কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগে চিড়িয়াখানায় নতুন প্রাণীর আগমন ও পুরোনো প্রাণীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।


0 Comments