নতুন প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-৮ ও ডি-৩ মডেলের ক্ষেপণাস্ত্র উৎপাদনে অতিরিক্ত ৪ কোটি ১৬ লাখ ডলার যুক্ত হওয়ায় মোট চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ২৫১ কোটি ডলার। কাজটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে ২০৩০ সালের মে মাসের মধ্যে শেষ হবে।
এই প্রকল্পে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কাতার ও পাকিস্তানসহ ৩০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে।
২০১৯ সালে ‘অপারেশন সুইফট রিটর্ট’-এ পাকিস্তান এই মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। সাম্প্রতিক কৌশলগত ঘনিষ্ঠতায় ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছে ডন।


0 Comments