যুদ্ধবিরতির পরও গাজার মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। খাদ্যসংকট এখনো চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, যুদ্ধবিরতির পর কিছু সাহায্য প্রবেশ করলেও তা গাজার মানুষের চাহিদার তুলনায় “অতি সামান্য”। ফলে হাজারো মানুষ এখনো তীব্র ক্ষুধা ও পুষ্টিহীনতায় ভুগছে।
বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে ডব্লিউএইচও। অনেকে দিনে একবেলা খাবারও পাচ্ছে না, হাসপাতালগুলোতে শিশুপুষ্টিহীনতার রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে। সংস্থার মহাপরিচালক ডা. টেডরস আধানম গেব্রিয়েসুস বলেন, “যুদ্ধবিরতি মানবিক সহায়তার পথ খুলে দিয়েছে ঠিকই, কিন্তু তা এখনো পর্যাপ্ত নয়।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—গাজায় অবাধভাবে খাদ্য, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছাতে সহযোগিতা করতে। তাঁর মতে, “যুদ্ধ থেমেছে, কিন্তু ক্ষুধার যুদ্ধ এখনো চলছে।”


0 Comments