২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে স্বাগতিক দেশ হিসেবে ইতোমধ্যে সরাসরি জায়গা নিশ্চিত করেছে। বাকি দলগুলোর জন্য নির্ধারিত হয়েছে—ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যেই থাকতে হবে (হোস্ট দল বাদে)।
বর্তমানে বাংলাদেশের অবস্থান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম, যা সরাসরি কোয়ালিফিকেশনের বাইরে। ফলে টাইগারদের সামনে এখন দুটি পথ—র্যাঙ্কিং উন্নত করে টপ ৮-এ প্রবেশ করা, অথবা কুইলিফায়ার টুর্নামেন্টে লড়াই করে বিশ্বকাপের টিকিট পাওয়া।
বিশ্লেষকরা বলছেন, সামনের সিরিজগুলোতে জয়ের ধারায় ফিরতে না পারলে বাংলাদেশকে কুইলিফায়ারে নামতে হবে। তবে অভিজ্ঞ ক্রিকেটার ও তরুণদের সম্মিলিত পারফরম্যান্সে এখনো সুযোগ আছে সরাসরি জায়গা পাওয়ার। সব মিলিয়ে, বিশ্বকাপের পথে টাইগারদের সামনে এখন এক কঠিন কিন্তু সম্ভবপর সমীকরণ।


0 Comments